শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী বরাবরে হাওড় উন্নয়ন পরিষদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি, সিলেটের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রদানকৃত এ স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা।

স্মারকলিপিতে বিগত বছর পাহাড়ী ঢলে ও আগাম বন্যায় হাওর অঞ্চলের কৃষকদের সর্বশান্ত হওয়ার কথা উল্লেথ করে কৃষক সহ হাওড় অঞ্চলকে বাচাতে কিছু দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয়।

দাবীগুলো হলো-১৫ ফেব্রুয়ারীর মধ্যে হাওড় বাধের কাজ প্রধনমন্ত্রীর দিক নির্দেশনার মাধ্যমে সম্পন্ন করা, হাওড় বাধের কাজে স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য সুশীল সমাজের ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, বিনা সুদে কৃষক ও বর্গাচাষীদের মধ্যে কৃষিঝণ বিতরণ, বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান, নদী-নালা ও খাল-বিল খনন করা, সরকারি সহযোগিতা নতুন ফসল তোলা পর্যন্ত অব্যাহত রাখা, ১লা ডিসেম্বরকে হাওড় দিবস ঘোষণা করা, হাওড় উন্নয়ন গঠন করা, নতুন ধানের বীজ আবিষ্কার করা ও হাওড় অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্ধ করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি ও সংগঠনের উপদেষ্ঠা অ্যাডভোকেট শামসুল ইসলাম, সংগঠনের সভাপতি মনোরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, এনামুল হক লিলু, আল আলম খান, শেখ আখতারুজ্জামান, যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান শফিক, মো. জাহাঙ্গির আলম, অ্যাডভোকেট সাজ্জদুর রহমান, অধ্যক্ষ নূর উদ্দিন খান, আশিকুর রহমার রব্বানী, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক বাদল পুরকায়স্থ, সাংস্কৃতিক সম্পাদক বদরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, সদস্য হায়দার মিয়া, তজমুল হক, মাহবুবুল আলম চৌধুরী, রুপক কুমার রায়, অ্যাডভোকেট বাবুল আহমদ, কাজল মিয়া, আওয়ামী লীগ নেতা এম লিয়াকত আলী, আব্দুল মন্নান, হানিফ মোহাম্মদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031