শিরোনামঃ-

» গোলাপগঞ্জ ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার ৫০ বৎসর পূূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে চুড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ আগামী ৪ ও ৫ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক জলসা ও ৫০ বৎসর পূূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে মাদরাসার প্রাক্তন ছাত্র ভাইদের চুড়ান্ত প্রস্তুতি সভা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফিজ কবির উদ্দিন এর সভাপতিত্বে ও ৫০ বৎসর পূূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজ মুহাম্মদ তোফায়েল এবং সেক্রেটারী মো. শরীফ উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- হাফিজ খলিলুর রহমান, হাফিজ মো. আব্দুল মালিক, হাফিজ মাওলানা রজব আলী, হাফিজ মাওলানা আব্দুস সোবহান, হাফিজ মো. আব্দুল হালিম, হাফিজ আবুল হোসেন, হাফিজ মতিউর রহমান, হাফিজ আব্দুল্লাহ আল মাসউদ, হাফিজ আব্দুল্লাহ আল মাহমুদ, হাফিজ একরামুল হক, মাওলানা আব্দুল আহাদ জিহাদী প্রমুখ।

হাফিজ হোসাইন আহমদের কোরআন তেলাওয়াত ও হাফিজ আব্দুল্লাহ আল হামিদ এর বঙ্গানুবাদের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

অত্র মাদরাসার সাবেক  ছাত্র বর্তমান সুপার  হাফিজ মাওলানা মো. আব্দুল কাইয়ুম সাহেব সূচনা বক্তব্যে ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠানের বিভিন্ন দিক সমুহ তুলে ধরেন।

বক্তারা অনুষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। সকল প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানের দিন উপস্থিত নিশ্চিত করনের জন্য সকলের প্রতি আহবান জানান এবং আগামী ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার সকাল ১১টায় মাদরাসার বার্ষিক জলছা ও ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠান সফলের লক্ষে প্রাক্তন ছাত্রদের সভার তারিখ ধার্য করা হয়।

ইনশাআল্লাহ উক্ত সভায় অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামীম আমেরিকা প্রবাসি আলহজ্ব হাফিজ মো. মিছবাহ উদ্দিন ছাহেব (বড় মিয়াছাব কিবলাহ)  উপস্থিত থাকবেন।

উপস্থিত ছিলেন- হাফিজ মো. আব্দুল হামিদ, হাফিজ  সাজ্জাদুর রহমান, শেখ জয়নুল ইসলাম, মো. সিরাজ উদ্দিন, হাফিজ আব্দুল হক, হাফিজ রইছ উদ্দিন, হাফিজ মো. আব্দুল বাছিত, হাফিজ শাহাব উদ্দিন, হাফিজ আশিকুর রহমান, আবুল কালাম, শামছুল ইসলাম প্রমুখ।

সভাপতি সাহেবের বক্তব্য ও হাফিজ মাওলানা মাহমুদুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সভার ইতি হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031