শিরোনামঃ-

» মৃত্যুশতবর্ষোত্তর রাধারমণ-ভাবনা

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সহজিয়া বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দর্পণ থিয়েটার আয়োজন করে “মৃত্যুশতবর্ষোত্তর রাধারমণ-ভাবনা” শীর্ষক অনুষ্ঠানের।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার সময় সিলেট ক্বীন ব্রীজ সংলগ্ন সম্মিলত নাট্য পরিষদ সিলেটের মহড়া কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের শুরুতে রাধারমণকে সংগীতার্ঘ্য নিবেদন করেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোক সংগীত শিল্পী সুষমা দাশ।

দর্পণ থিয়েটারের সহ-সভাপতি ফয়ছল মো. আবুল মহসিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদের অন্যতম প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সমাজ অনুশীলন সিলেটের সদস্য সচিব মুক্তাদীর আহমদ মুক্তা, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদ পারভেজ বাবু।

সভা শেষে রাধারমণ দত্ত রচিত গান পরিবেশন করেন, সুষমা দাস, নিলেন্দু ভট্টাচার্য নিশু, শামীম আহমদ, অসিত কৃষ্ণ চক্রবর্তী, প্রশান্ত দাস,লিংকন দাস, পান্থ সরকার ও মামুন পারভেজ।

যন্ত্র সংগীতে সহযোগীতা করেন তবলায় ক্ষীতিশ চন্দ্র, নাল এ মৃত্যঞ্জয় ও হারমোনিয়ামে সুকন্যা শৈলি। অনুষ্টানের সমন্বয়ন করেছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল।

বক্তারা বলেন- মৃত্যুর শতর্বষ পেরিয়ে গেলেও রাধারমণ দত্তের গানে প্রামণাকি কোন সংগ্রহ কিংবা জীবনী প্রকাশিত হয় নি। এ আক্ষেপ আমাদের গ্রাস করছে প্রতিনয়তই। মরমী এই সাধকের গানের বিকৃতি রোধে অনতিবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে তার গান সংগ্রহের উদ্যোগ নেয়া প্রয়োজন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031