শিরোনামঃ-

» বিএফএ সিলেট জেলা ইউনিট আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০১৭ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কৃষি বিভাগ যুগান্তকারী উন্নয়ন করেছে। এখন অল্প জমিতে বেশি চাষ হয়। বিজ্ঞানীরা বন্যা সহনশীল জাতের ধান আবিস্কার করেছেন।

কিন্তু সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের মানুষেরা এ ধান চাষ করতে আগ্রহী হতে চাননা। কিন্তু হাওর অঞ্চলের জন্য এ জাতের ধানই লাভবান।

উৎপাদন কিছুটা কম হলেও ফসল নিশ্চিত ঘরে উঠবে। এ ব্যাপারে আমাদের আরেকটু চিন্তা করতে হবে। বন্যা সহনশীল জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেট জেলা ইউনিট আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সোমবার (৩০ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. শহিদুল ইসলাম চৌধুরী আরো বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা সম্ভভ হয়েছে সকলের সমন্বিত প্রচেষ্ঠায়।  সারের সুষ্ঠু সরবরাহ, বিপণন ও বিতরণ নিশ্চিত হওয়ায় এখন সারের কোনো সংকট নেই।

সার ব্যবসায়ীরা অনেক কষ্ট করে কৃষকদের কাছে সার পৌছে দিচ্ছেন। কৃষির অন্যতম এ উপকরণ বিতরণ ও বিপনণের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরো সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

বিএফএ সিলেট জেলা ইউনিটের সহ-সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আবুল হাসেম, বিএফএর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. মোমেন সরকার, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মনিরুল হক, বিএফএ ইস্টার্ন জোনের পরিচালক মাহমুদ আহমদ বুলবুল, বিএফএ ইস্টার্ন জোনের সাবেক পরিচালক সৈয়দ জাহিদ উদ্দিন, বিএফএ সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সিলেট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এমদাদ হোসেন, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, আব্দুর রহমান, হিফজুল গুলজার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএফএ হবিগঞ্জ জেলা সভাপতি মোদাব্বির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, বিএফএ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031