শিরোনামঃ-

» ধর্মঘট স্থগিত; সকল অবৈধ গাড়ি বন্ধ চলাচল বন্ধ : জেলা প্রশাসক রাহাত আনোয়ার

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ সিলেটে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দে সাথে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপত্ত্বি করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান,সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সওজ এর নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত।

উক্ত সভায় জেলা প্রশাসক বলেন- শুধু জকিগঞ্জে নয় কোন জায়গায়  কোন ধরনের অবৈধ গাড়ি চলতে পারবে না এবং আজ থেকে যেসব গ্যারেজে অবৈধ গাড়ির ব্যাটারি চার্জ দেয়া হয়ে থাকে তা  শীলগালা করার নির্দেশ দেন। যেসকল রাস্তায় অবৈধ গাড়ি চলাচল করে তা মোবাইল কোর্ট ধারা বন্ধ করার ও নির্দেশ দেন তিনি।

এসময় তিনি সওজ কর্মকর্তাদের বলেন ১ মাসের মধ্যে জকিগঞ্জ সহ সকল রাস্তার কাজ ভালোভাবে শেষ করতে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, সিলেট বিভাগ ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন রাস্তার কাজ আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ না হলে আবারে ধর্মঘটের ডাক দেওয়া হবে।

জকিগঞ্জ রাস্তায় পরিবহন শ্রমিকদের উপর পুলিম হয়রানি ও নির্যাতন বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেন। যদি বন্ধ করা না হয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহ সবাইকে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি

তিনি আরও বলেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সবাই আমাদের দাবি পূরণ করার আশ্বাস দেওয়ার ফলে আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম এবং ১ মাসের মধ্যে ভিতরে আমাদের দাবি পূরণ না হলে আমরা আবারও ধর্মঘটের ডাক দিবো ।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয় ৭০৭ সভাপতি জাকারীয়া আহমদ, মালিক সমিতির মহাসচিব কালাম মিয়া, জাবেদ সিরাজ, দিলু মিয়া, আজাদ মিয়া, সিরাজ উদ্দিন, সাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আজাদুর রহমান, দুলু মিয়া, সামছুল হক, আব্দুল মন্নান, দেলোয়ার আহমদ, সোহেল আহমদ, ফজলু করিম, মোতদির আলী, মামুনুর রশীদ, মুক্তার আহমদ, বিপ্লব কবির চৌধুরী, আবুল কালাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031