শিরোনামঃ-

» ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলায় বন্যা দূর্গত এলাকায় টানা ৫ম দিনের মতো বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠিত।

রবিবার (২০ আগস্ট) বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসী নগর, রায়েরগাঁও, নোয়াগাঁও, বাছাইপার, ধাবাদারকান্দি এলাকায় সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে নেমে আসা পানিতে আকস্মিক বন্যায় হাওর অঞ্চলের মানুষের জীবনকে দূর্বিষহ করে দিয়েছে। বন্যায় ফসলের যে সীমাহীন ক্ষতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কোনো চাষি তাদের ফসল ঘরে তুলতে পারে নি। চাষিদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আওয়ামীলীগ সরকার বলেছেন, আগামী ফসল ঘরে তোলার আগ পর্যন্ত এই ধরনের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

সরকারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সাধ্যমত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। ভয়াবহ বন্যায় লাখো মানুষ আজ বিরাট ক্ষতির সম্মুখ্যিন। চরম খাদ্য ও পানি সংকটে মানুষের জীবন বিপন্ন। বন্যায় দূর্গত মানুষকে এড়িয়ে যাওয়া চরম অমানবিকতা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহনুর, জেলা আওয়ামীলীগ নেতা নুরে আলম সিরাজী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আছরব আলী, কান্দিগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, আশিক মিয়া, সাবেক ছাত্র নেতা এম উসতার আলী, যুবলীগ নেতা আশরাফ সিদ্দিকী, মোয়াজ্জিন হোসেন, কুতুব উদ্দিন, আনসার উদ্দিন, উবায়দুল কাদির, আবু সুফিয়ান, নিজাম উদ্দিন, শাহজান কবির, আলমগীর মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক শহীদ আকিব অপু, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মিফতাহুল হোসেন লিমন, আল আমিন, নূরুল আমিন খুকু, শাহরিয়ার আহমদ জুনাক, মোস্তাক আহমদ রাকিব, লোকমান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31