শিরোনামঃ-

» বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান দল

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের জুলাই-আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।

এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের।

পরপর দুইবার বাংলাদেশে সফরে পাকিস্তান এলেও বাংলাদেশ দল পাকিস্তান সফরে না যাওয়ার কারণেই এবারের সফর পিসিবি বাতিল করেছে বলে জানান পিসিবি চেয়ারম্যান।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। কারণ সেখানে দুইবার সফর করেছে পাকিস্তান। আমরা মনে করছি, টানা তৃতীয়বার সেখানে সফর করা ঠিক হবে না। তাই আপাতত সফর বাতিল করছি। দেখা যাক, আগামী বছরের কোনও সময়ে সেখানে যাওয়া যায় কিনা।

বাংলাদেশ সবশেষ পাকিস্তান সফর করে ২০০৮ সালে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর পাকিস্তান ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে। এ বছর পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। কিন্তু বিসিবি তাতে সাড়া দেয়নি।

২০১৫ সালে বাংলাদেশ সফর থেকে ৩ লাখ ২৫ হাজার মার্কিন ডলার নিয়ে যায় পিসিবি। তখন তাদের দাবি ছিল, কৌশলগতভাবে সেটা তাদেরই হোম সিরিজ! যদিও এ বছর একইভাবে নানা কৌশলে বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। তাতে রাজি না হওয়াতেই এভাবে বেঁকে বসছে পাকিস্তান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031