শিরোনামঃ-

» ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের আয়োজনে পাপেট শো ও পাপেট ওয়ার্কসপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার

এডুকেশন নিউজঃ আবহমানকাল ধরে আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে শহুরে বাচ্চাদের কাছে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াসে সিলেট নগরীর কুমারপাড়ায় অবস্থিত ব্যানিআন্ ব্রিটিশ স্কুল উদ্যোগে এক পাপেট শো ও পাপেট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

“পুতুল বানাই, পুতুল গড়ি, পুতুল নিয়ে খেলা করি”- এই স্লোগানে ব্যানিআন্ ব্রিটিশ স্কুল প্রাঙ্গনে গত ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ২ দিনব্যাপী পাপেট শো’র প্রথম দিন শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার জনপ্রিয় প্রতিষ্ঠান “জলপুতুল পাপেট স্টুডিও” এর পরিবেশনায় জমজমাট পাপেট শো প্রদর্শিত হয়। এতে ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও সিলেটের অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

দ্বিতীয় দিন শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলে পুতুল তৈরীর নানা রকম কৌশল নিয়ে বিশেষ পাপেট ওয়ার্কসপ এবং সেই সাথে চলে পাপেট শো। দুইশত টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ সনদ প্রদান করা হয়। এ সময় ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের হেড অব এডমিনিষ্ট্রেশন ও স্কুল ম্যানেজার ফারহানা ইসলাম ছাড়াও স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাপেট শো এবং পাপেট ওয়ার্কসপে শিক্ষার্থীরা বাধাহীন আনন্দে মেতে উঠে। নতুন কিছু দেখার আনন্দ তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। অভিভাবকরাও ব্যানিআন্ ব্রিটিশ স্কুলের এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের ব্যাপক প্রশংসা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031