শিরোনামঃ-

» কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৭ | শুক্রবার

মোহাম্মদ ইকবাল হোসেন, কানাইঘাট প্রতিনিধিঃ শিক্ষাসহ সর্বক্ষেত্রে দেশ এগিয়ে
যাচ্ছে। আগামী একুশ সালের মধ্যে বাংলাদেশ পুরোপরি মধ্যমায়ের দেশে পরিণত হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়ার পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিলেট সিটি করর্পোরেশনের সচিব (উপ-সচিব) বদরুল হক, উপ-অর্থ নিয়ন্ত্রক প্রতিরক্ষা ক্রয় বিসিএস অডিট এন্ড একাউন্টস জামিল আহমদ, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা কমিশনার ভুমি সুমন আচার্জ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মি. জেমস লিও ফারগুশন নানকা, বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আব্দুল মুমিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য নির্বাচিত ১৫নং ওর্য়াড সদস্য আওয়ামীলীগ নেতা হাজী আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, প্রবাসী মো. ইয়াহইয়া প্রমুখ।

4অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বৃহত্তর চতুল সাংস্কৃতিক জোট এর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এতে ঢাকা থেকে আগত শিল্পী সৈয়দ পাগলা আসিক এবং বিন্দু কনা, সিলেটের সোনিয়া, শিশুশিল্পী ও স্থানীয় শিল্পী গোষ্টীরা গান পরিবেশন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031