শিরোনামঃ-

» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০১৭ | বুধবার

শ্রীমঙ্গল থেকে পিকলু চক্রবর্ত্তীঃ প্রতি বছরের মত এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়”র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয়েছে।

১৮ জানুয়ারি বুধবার সকাল থেকে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করছে।

খেলাধুলার মধ্যে রয়েছে ১০০ মিটার দৌড়, দড়ি লাফ, মিউজিক্যাল বালিশ খেলা, মুরগী লড়াই, এক পায়ে দৌড়, মারবেল দৌড় ইত্যাদি।

সকল খেলাধুলায় শিক্ষার্থীরা অংশ নেয়। শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রধান শিক্ষক সুধাংশু রঞ্চন দেবনাথ বলেন ১৮ ও ১৯ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা এবং ২১ জানুয়ারি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

যেহেতু স্কুলের বাহিরে কোন মাঠ না থাকায় স্কুল ক্যাম্পাসের ভিতরেই প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান স্কুলের সকল শিক্ষক এবং ভলেন্টিয়ার, গার্লস গাইডদের সহযোগীতায় সুষ্ঠু ও শৃঙ্খলভাবে খেলাধুলা পরিচালণা করা হচ্ছে।

আগামী ২৪ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স্কুলের সহকারী শিক্ষক (গণিত বিভাগ) মো. কামাল উদ্দীন বলেন, প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকল শিক্ষকরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031