শিরোনামঃ-

» ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: আগামী ১৫ জানুয়ারী ২০১৭ রবিবার যামানার মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ৯ম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সাওয়াব মাহফিল জকিগঞ্জ উপজেলাধীন ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে।

ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষে শুক্রবার (২রা ডিসেম্বর) সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দারুল ফিক্র ওয়াল ইফতা আল ইসলামী’র চেয়ারম্যান হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

ঈসালে সাওয়াব মাহফিল সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি বিষয়ে সবাইকে অবহিত করেন। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও তাদের উপর অমানবিক নির্যাতনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মায়ানমারে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।

এ বিষয়ে মুসলিম দুনিয়াকে সোচ্চার হতে হবে। বিশেষ করে বাংলাদেশকে মায়ানমারের পাশে দাঁড়াতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, একটি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান। তাদের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে উদ্যোগী ভূমিকা পালন করুন।

নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিন। সীমান্তে তাদের যেন নির্যাতন করা না হয় বরং তাদের যেন নিরাপত্তা দেয়া হয় ব্যবস্থা গ্রহণ করুন।

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজী লেকচারার মাওলানা নোমান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি উপধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. আজির উদ্দিন পাশা।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, রাখালগন্জ ডি কিউ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ শেখ মখন মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আলহাজ তুরণ মিয়া, আনজুমানে আল ইসলাহর অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, স্কুল অব এক্সেলেন্সের ভাইস প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হুসাইন, নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান, প্রচার সম্পাদক আক্তার হুসেন জায়েদ, আলহাজ শাহজাহান মিয়া, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মাহবুবুল ইসলাম তাজুল, আলহাজ বশির আহমদ, সৈয়দ আফজল হুসেন সায়েম, মাওলানা সৈয়দ কুতবুল আলম, হাফিয নোমান আহমদ, হাফিয তরিকুল ইসলাম তোফা, মাওলানা হারুনুর রশিদ, আলহাজ আব্দুস সত্তার খান, আফম আব্দুল কাইয়ূম, মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, মাওলানা রেদ্বাউল হক, মাওলানা জঈন উদ্দিন, মুফতী নেহাল মিয়া, মাষ্টার আব্দুল করিম, মাওলানা মুজাহিদ উদ্দিনসহ বাংলাদেশ আজনুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া কারী সোসাইটি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের বিভিন্ন উপজেলার দায়িত্বশীলবৃন্দ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031