শিরোনামঃ-

» গোলাপগঞ্জে ২৩ শহীদ স্মৃতি পরিষদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

সিলেট  বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: গোলাপগঞ্জের আমুড়া ইউপির সুন্দিশাইলে ২৩ শহীদ স্মৃতি পরিষদের উদ্যোগে ৫ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর শনিবার সকাল ১০টায় সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি এফএম গোলাম রাব্বানী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

২৩ শহীদ স্মৃতি পরিষদের উদ্যোগে ৫ম বারের মতো অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুবশ্বির আলী।

এসময় অতিথিবৃন্দকে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে প্রায় শতাধিক মোটরবাইক শোডাউনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক অজামিল চন্দ্রনাথ, সাংবাদিক মাহফুজ চৌধুরী, ২৩ শহীদ পরিবারের সদস্যবৃন্দ’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় আরোও উপস্থিত ছিলেন সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি, ২৩ শহীদ স্মৃতি পরিষদের সকল সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগত অতিথিবৃন্দ ২৩ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। আত্মত্যাগী এসকল শহীদ চির অমর হয়ে থাকবেন এদেশের মানুষের হৃদয়ে।

তারা ২৩ শহীদ স্মৃতি পরিষদের প্রশংসা করে বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে এ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের মেধা বিকাশে প্রতি বছরের ন্যায় এ বছরও পরিষদের উদ্যোগে যে ৫ম মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষতেও এরকম দেশ ও সমাজগঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান অতিথিবৃন্দ।

এসময় আগত অতিথি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন অতি শীঘ্রই বঙ্গবন্ধুর নামে একটি অডিটোরিয়াম দেয়ার ঘোষণা করেন।

স্থানীয় নেতৃবৃন্দ সরওয়ার হোসেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,  ২৩ শহীদ স্মৃতি পরিষদের সভাপতি এম এ ওয়াদুদ এমরুল আগত সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, পৃষ্ঠপোষক ও অতিথিবৃন্দের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930