শিরোনামঃ-

» সিলেটে শুরু হয়েছে আয়কর মেলা

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ অর্থনীতি বিভাগঃ মঙ্গলবার থেকে সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। নগরীর রিকাবীবজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এছাড়া, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ২-৫ নভেম্বর, হবিগঞ্জ জেলায় ৩-৬ নভেম্বর এবং সুনামগঞ্জ জেলায় ৪-৭ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এর বাইরে গোলাপগঞ্জে ২ দিনব্যাপী এবং ছাতক, মাধবপুর ও শ্রীমঙ্গলে ১ দিনব্যাপী ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হবে। মেলা থেকে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট নিয়েছে সিলেট কর বিভাগ।

কর অঞ্চল, সিলেট-এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ জানান, করদাতাদের কর প্রদানে উৎসাহ প্রদানের লক্ষ্যেই তারা এ মেলার আয়োজন করেছেন। মেলা চলাকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানও মেলা পরিদর্শনে আসতে পারেন বলে জানান তিনি।

সিলেটের অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলাম জানান, এ বছর মেলা থেকে তাদের ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রয়েছে। এই টার্গেট নিয়েই তারা কাজ করছেন। মেলায় ই-টিআইএন বুথ, নতুন করদাতাদের জন্য হেল্প ডেস্ক, রিটার্ণ বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং জেলা সঞ্চয় অধিদপ্তরের একটি বুথ থাকবে।

জানা গেছে, ব্যক্তি শ্রেণির করদাতাদের কর দিতে উৎসাহী করতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সকল বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা চলবে।

এতোদিন জাতীয় আয়কর দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর এ মেলার আয়োজন করা হতো। এখন ৩০ নভেম্বর আয়কর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য নভেম্বর আয়কর মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

করদাতাদের উদ্বুদ্ধ করতে ২০০৮ সালে প্রথমবারের মতো জাতীয়ভাবে আয়কর দিবস চালু করেছিল এনবিআর।

প্রথমদিকে শুধু ঢাকায় করা হলেও ব্যাপক জনপ্রিয়তার কারণে দেশের অন্যান্য স্থানে এ মেলার পরিসর বাড়ানো হয়। এ ধারাবাহিকতায় এখন উপজেলা পর্যায়ে মেলা করা হচ্ছে।

এবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত এনবিআর ভবনে মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরগুলোতে চার দিন, ২৯ উপজেলায় ২ দিন স্থায়ীভাবে এবং ৫৭টি উপজেলায় একদিন করে ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এবার আয়কর মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031