শিরোনামঃ-

» যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এমপি কেয়া

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ:: যুব ও ক্রীড়মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে।

সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের সুনাম আরো বৃদ্ধি পেয়েছে। এদেশের মানুষ যোগ্যতা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে নিজের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি দেশ ও রাষ্ট্রের কল্যাণে বিশেষ ভূমিকা পালন করছেন।

বিশেষ করে সিলেটে সমবায় প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষ অত্যন্ত জোরালো পদক্ষেপে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার বিকল্প নেই। দেশের জনশক্তিকে মানব সম্পদ উন্নয়নে পরিণত করতে প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ঘাসিটুলা বেত বাঁশ শ্রমিক সমবায় সমিতি লিঃ নিবন্ধন সনদ প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তরের ১৪ দিন মেয়াদী “বাঁশ ও বেতের কাজ” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

ঘাসিটুলা বেত বাঁশ শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ২৮ অক্টোবর শুক্রবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি ও বিভাগীয় সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন শাহাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ, জেলা সমবায় অফিসার মাহবুবুল হক হাজারী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা বাছিত, সাংবাদিক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসার সজল চক্রবর্তী, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শামীম, জেলা সমবায় পরিদর্শক শরীফ আহমদ, ফিল্ড ইন্সপেক্টর শফিক আহমদ, রাকিবুল হাসান রুমন।

সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি শেখ মঈনুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মঈনুদ্দিন, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাদশা, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শাহজান বিল্লু, এম এইচ রুমেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকরামুর রহমান মিলাদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031