শিরোনামঃ-

» অবশেষে সিলেট সদর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ অবশেষে সিলেট সদর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন শুরু। বিশেষ করে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ এর কাজ সিলেটের উত্তরাঞ্চলবাসীকে আশান্বিত করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইলট প্রকল্পের আওতায় এনে সিলেট জেলায় সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের ২৭ কি.মি. এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ৫ কি.মি বাইপাস সড়কসহ প্রায় ৩২ কি.মি. সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

কারণ দেশের ৭০ ভাগ পাথর আহরিত হয় এই এলাকা থেকে। তাছাড়া এ স্থল বন্দর দিয়েই ভারত থেকে লাইমস্টোন আমদানি করা হয়। বর্তমানে সড়কটিতে প্রতিদিন প্রায় ৫০০০ মালবাহী ট্রাক যাতায়াত করে, যার পরিমান ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে।

তাই এ সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীত করা সময়ের দাবি ছিল। উক্ত জাতীয় মহাসড়কের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহু প্রতিক্ষার পর কন্ট্রাক্টর গ্রুপ স্পেক্টা  সড়কের কাজ শুরু করায় জনমনে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।

রাস্তার কাজ নিয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক এইচ এম এ মালিক ইমন উল্লেখ করেন রাস্তার কাজ ধীরগতিতে হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে ধুলাবালির কারণে মানুষের শ্বাসকস্ট জনিত উপদ্রব দেখা দিয়েছে। তাই উক্ত কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার দাবী জানান তিনি।

রাস্তের কাজের মান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তরুন আওয়ামী লীগ নেতা এবং এ রাস্তা বাস্তবায়ন আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ইকলাল আহমদ বলেন, কাজের মান প্রথম পর্যায়ে মুটামুটি ভালই হচ্ছে।

সম্পূর্ণ রাস্তার কাজ যদি এভাবে ধারাবাহিক মান বজায় রাখে তারা, তবে আমাদের কোন আপত্তি নেই।

রাস্তার কাজের চুক্তির দিন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁর বক্তব্যে সিলেটবাসীর উদ্দেশ্যে বল ছিলেন রাস্তার কাজের মান নিয়ে স্থানিয় নেতৃবৃন্দ তদারকি করবেন যাতে নিম্ন মানের কাজ না হয় এবং এই রাস্তা যেন বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত হয়। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সর্বদা তদারকি করছি।

ইদানিং ধুলাবালির কারণে উক্ত সড়ক দিয়ে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। তাই প্রতি বছরের ন্যায় ধোপাগুল পাথর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবারও সড়কে পানী স্প্রের ব্যবস্থা হবে কি-না জানতে চাইলে, ধোপাগুল পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমীন বলেন স্পেক্টা গ্রুপের প্রজেক্ট ম্যানেজারের সাথে আলাপ হয়েছে আগামী ২/১ দিনের মধ্যে রাস্তায় পানী স্প্রের ব্যবস্থা তাদের পক্ষ থেকে করা হবে বলে জানান।

এদিকে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তরুন আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম বলেন, অনেক দিনের পুরানো স্বপ্ন সিলেটের উত্তরাঞ্চলের মানুষের বাস্তবায়ন হচ্ছে এটা নিশ্চয় আনন্দের কিন্ত কথা হলো কাজ যাতে সঠিকভাবে হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

ক্রাশার মালিক আজির মিয়া জানান, কাজে গড়মিল হচ্ছে সঠিকভাবে কাজ করার দাবী তাহার। সবকিছুর পর এলাকাবাসী দাবী বহু কাংখিত রাস্তাটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় এই প্রত্যাশা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031