শিরোনামঃ-

» মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে ছাত্রীদের মৌখিক পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ এডুকেশন বিভাগঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত নগরীর মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় অনার্স ১ম বর্ষের ছাত্রীদের মৌখিক পরীক্ষা ও দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক পার্থ সারথী নাগ। অনার্স ১ম বর্ষের ছাত্রী শান্তা দেবের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট ও প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, প্রভাষক সৈয়দা ফাতেমা সুলতানা। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিহা নিশাত, রাছনা আক্তার রুহি ও সামিরা নাজরাত প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগের সবচেয়ে যুগোপযুগী ও অত্যন্ত চাহিদা সম্পন্ন বিভাগ হল ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ। আমাদের কলেজে এই বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে আমি ও আমার সহকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

ইতোমধ্যে আমরা সফলভাবে শিক্ষার্থীদের নিয়ে ‘ভাষা আন্দোলন হইতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছি। আজ আমরা অনার্স ১ম বর্ষের মৌখিক পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি যাতে করে শিক্ষার্থীরা তাদের অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে পারে। আগামীতেও এরই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031