শিরোনামঃ-

» আশুলিয়ায় নিহত জঙ্গি নব্য জেএমবির প্রধান

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: সাভারের আশুলিয়ায় গত ৮ অক্টোবর র‍্যাবের অভিযানের মুখে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে নিহত জঙ্গি আব্দুর রহমানের প্রকৃত নাম সারওয়ার জাহান।

তিনিই ছিলেন নব্য জেএমবির প্রধান। তার সাংগঠনিক নাম শাইখ আবু ইব্রাহিম আল-হানিফ। গুলশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হত্যযজ্ঞসহ দেশের বিভিন্ন এলাকায় বিদেশি নাগরিক ও ধর্মগুরু হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন সারওয়ার।

সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‍্যাব জানায়, সারওয়ার জাহান ২০০৩ সালে চাপাইনবাবগঞ্জে বাংলা ভাইয়ের আস্তানা থেকে গ্রেপ্তার হবার ৯ মাস পর জামিনে ছাড়া পান। ছিলেন নব্য জেএমবির মূল অর্থ যোগানদাতাও। গতরাতে তার ২ সহযোগী নাসির আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে মতিঝিল এলাকা থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে র‍্যাব।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সারোয়ারের আগে নব্য জেএমবি প্রধান ছিলেন নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী। সারোয়ার জাহানের বাড়ি চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে। ১৯৯৮ সালে সারোয়ার বাড়ি ছেড়ে নাচোলে একটি কওমি মাদ্রাসায় ভর্তি হন পরে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন।

বেনজির আহমেদ জানান, জঙ্গি সারওয়ার গুলশানে ইতালিয় নাগরিক সিজার হত্যা, রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা, পাবনায় ধর্মযাজক নিত্যরঞ্জন পান্ডে হত্যা ও ফাদার লুক সরকার হত্যা চেষ্টা, মিরপুরের গাবতলীতে পুলিশ হত্যা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা, ঝিনাইদহে সেবায়েত শ্যামানন্দ দাস হত্যা, গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ড ও শোলাকয়িায় পুলিশ হত্যাসহ কমপক্ষে ২৫টি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031