শিরোনামঃ-

» সাংবাদিকতায় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষিত সংবাদকর্মী প্রয়োজন : আল-আজাদ

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান সিলেটের জৈষ্ঠ সাংবাদিক আল-আজাদ বলেছেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতায় নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে প্রশিক্ষিত সংবাদকর্মী প্রয়োজন। প্রশিক্ষণ এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।

অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ  টুয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে সোমবার মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে আয়োজিত দিনব্যাপী অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আল-আজাদ বলেন, অনলাইন সাংবাদিকতায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এই মাধ্যমে তথ্য খুব দ্রুত পাঠকদের কাছে পৌঁছে যায়। তাই ভুল বা বিভ্রান্তিকর তথ্য যাতে প্রকাশিত বা প্রচারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের প্রধান সম্পাদক আফরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি ও ট্রু নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক।

স্বাগত বক্তব্য রাখেন সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সোহাগ আহমদ। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সলমান আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আদনান শাহ।

বিশেষ অতিথি সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেন, অনলাইন সাংবাদিকতা নীতিমালা চূড়ান্ত হয়ে গেলে অনলাইন গণমাধ্যম আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পাবে।

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি বলেন, অনলাইন সাংবাদিকতা দ্রুত সাধারণ পাঠকদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ট্রু নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে নবীন সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে সিলেট বিভাগের ১৮ জন অংশ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031