শিরোনামঃ-

» টুইটারে তামিমকে বেন স্টোকসের হুমকি!

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টসঃ প্রথম ওয়ানডেতে সবকিছু ঠিক থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে দুই পক্ষই বিবাদে জড়িয়ে পড়ে। লো স্লোরিং ম্যাচ ও টাইগারদের দুর্দান্ত লড়াই, সব মিলিয়ে দুই দলের ক্রিকেটরাই কিছুটা হলেও লাগামছাড়া আচরন করেছেন।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সম্পর্কটা মোটেই বন্ধুতাপূর্ণ ছিল না। আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটার উদযাপন নিয়ে মাঠেই প্রশ্ন তুলেছিলেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
এমনকি ৩৪ রানে হেরে ম্যাচ শেষ করার পর বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের সাথে ঝামেলায় জড়ান বেন স্টোকস। আর সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তামিমকে ধুয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী ইংল্যান্ড দলের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।
শুধু তাই নয়, তামিমকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা গেছে স্টোকসকে। অবশ্য তামিমও ছেড়ে কথা বলেননি, তাঁকেও কিছু একটা বলতে শোনা গেছে।
বেন স্টোকস ম্যাচ শেষে এই ইস্যু নিয়ে নিজের টুইটারের পাতায় লিখেছেন, ‘আজকের জয়ে বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদের আজ সব ডিপার্টমেন্টে হারিয়েছে। কিন্তু আমার দলের কারও সাথে হ্যান্ডশেকের সময় কাঁধে ধাক্কা দিলে সেটা আমি সমর্থন করব না।’
স্টোকস অবশ্য টুইটারে সরাসরি কারও নাম নেননি। কিন্তু, তার আঙুলটা যে তামিমের দিকেই সেটা সহজেই বোঝা যায়। কারণ, ম্যাচ শেষে জনি বেয়ারস্টোর কাঁধে কাধ মিলিয়েছিলেন তামিম ইকবাল। তখনই চলে আসেন বেন স্টোকস। তামিম-স্টোকসের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তাদের মধ্যস্থতা করতে এগিয়ে আসেন সাকিব আল হাসান-মঈন আলীরা।

বাংলাদেশ ও ইংল্যান্ড দল আজ সোমবারই চলে যাচ্ছে চট্টগ্রাম। সেখানেই আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সেই ম্যাচটা জয়ের ব্যাপারে আশাবাদী বেন স্টোকস। টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের চোখ এখন আগামী ম্যাচের দিকে। আশা করি সেই ম্যাচটা আমরা জিতে যাবো। টেস্ট সিরিজ শুরুর আগে এই মোমেন্টাম পাওয়া আমাদের জন্য খুব জরুরী।’

উল্লেখ্য, বিগত ২ বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় গত ১৮ মাসে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও ইংল্যান্ডের তাদের দুর্দান্ত সময় কাটিয়েছে। দুই দলই এই সময়টায় নিজেদের ঘরের মাঠে অপরাজিত ছিল।

তাই বর্তমান সময়ের দুই সেরা দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। আর সেই উত্তেজনা দেখা গিয়েছিল মিরপুরের প্রথম ওয়ানডেতে। অলরাউন্ডার বেন স্টোকস উইকেটে আঁকড়ে থাকা ব্যাটসম্যান ইমরুল কায়েসকে আউট করতে না পেরে আক্রোশে ফেটে পড়েন।

ইমরুল সেবার ফিরে কিছু না বললেও দ্বিতীয় ওয়ানডেতে দুই পক্ষই বিবাদে জড়িয়ে পড়ে। লো স্লোরিং ম্যাচ ও টাইগারদের দুর্দান্ত লড়াই, সব মিলিয়ে ক্রিকেটরা কিছুটা হলেও লাগামছাড়া আচরন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031