শিরোনামঃ-

» হতাশ করেননি ফিনিশার নাসির!

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস বিভাগ:: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়ায় ব্যাপক সমালোচনা হয়। শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে হারে বাংলাদেশ।
এরপরই ফিনিশার খ্যাত নাসির হোসেনকে দলে নেয়ার দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার সাংবাদিকদের কাছে বলেন, নাসির কার জায়গায় খেলবেন? তাকে খেলাতে হলে রুবেলকে বাদ দিতে হবে।
কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সেই রুবেলকে বাদ দিয়েই দলে রাখা হয় নাসিরকে। তবে দলে সুযোগ পেয়ে হতাশ করেননি নাসির। দলের বিপর্যয়ে হাল ধরে বাংলাদেশকে একটি সম্মানজনক সংগ্রহে নিয়ে যান তিনি। অধিনায়ক মাশরাফিকে যোগ্য সঙ্গ দেন তিনি।
স্কোয়াডে থেকেও একাদশে বারবার উপেক্ষিত থেকে যাচ্ছেন নাসির হোসেন। আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডের স্কোয়াডেই ছিলেন নাসির। কিন্তু একাদশে সুযোগ মেলেনি একটি ম্যাচেও।
চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম ২ ওয়ানডের স্কোয়াডেও আছেন এই অলরাউন্ডার।
কিন্তু প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করা আর সতীর্থদের পানি খাওয়ানোই যেন এখন তার প্রধান কাজ হয়ে গেছে!
প্রথম ম্যাচে জয়ের জন্য ৫২ বলে ৩৯ রানের প্রয়োজনে মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের পর একাদশে নাসিরের অন্তর্ভুক্তি তো এখন বলা চলে ‘গণদাবি’ হয়ে উঠেছে। পরের ম্যাচে কি একাদশে দেখা যাবে নাসিরকে?
নানা কারণে তার জন্য ব্যাপারটা কঠিনই হয়ে দাঁড়িয়েছে। টানা একাদশের বাইরে থেকে এতদিনে তার মনোবলটাও কমে আসার কথা। তার সঙ্গে ভালো করার বাড়তি চাপ তো থাকছেই। এ ম্যাচে ভালো করতে না পারলে পরের ম্যাচেই বাদ। এই সত্য কথাটা নিশ্চয়ই তার মাথায় ঘুরপাক খাচ্ছে।

কোচ হাথুরুসিংহে তাকে বারবার যে সুযোগ দিবেন না, সেটা তো নাসিরের ভালো করেই জানা।

আর অনেক অপেক্ষার পর নাসির একাদশে সুযোগ পেয়ে নিজের জাতটা আরো একবার চেনালেন ভালোভাবে। খেললেন ২৭ বলে ২৭ রানে হার-না-মানা অসাধারণ একটি ইনিংস। সঙ্গে প্রমাণও করলেন নিচের সারিতে তিনি এখনো কতটা কার্যকরী ব্যাটসম্যান।
অথচ দ্বিতীয় ওয়ানডেতে একেবারেই ব্যতিক্রম! টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন, তখন আট ও নয় নম্বরে এসে নাসির ও মাশরাফি দলকে সম্মানজনক স্কোরের পথ দেখিয়েছেন।
এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে তিনি এখনো বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতা। কিন্তু দলের প্রয়োজনের মুহূর্তে তিনিও যে ব্যাট হাতে দৃঢ়তা দেখাতে পারেন, সেটি আরেকবার প্রমাণ হলো।
দলীয় ১৬৯ রানে সাত উইকেট হারিয়ে দল যখন অনেকটাই বিপদে, তখন নয় নম্বরে ব্যাট করতে নেমে দারুণ একটি ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ২৯ বলে ৪৪ রানের চমৎকার ইনিংসটি খেলে দলকে চরম ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।
এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস। এর আগে ২০০৬ সালে ঢাকায় স্কটল্যান্ডের বিপক্ষে ৫১ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031