শিরোনামঃ-

» ঝিনাইদহের কোরবানীর গরু ‘বাদশা’র দাম ২২ লাখ!

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিনিধি উবায়দুর রহমান সজিবঃ ঝিনাইদহের কুরবানীর গরু বাদশার দাম ২২ লাখ টাকা।
৮ ফুট লম্বা, পাঁচ ফুট উচ্চতার কালো রঙের গরুর সামনে অনেক মানুষের জটলা। কেউ বলছে ‘ব্ল্যাক ডায়মন্ড’, কেউ বলছে ‘কালা চাঁদ’। গরু পালনকারী এর নাম রেখেছেন ‘বাদশা’। দাম হাঁকিয়েছেন ২২ লাখ টাকা।

ঝিনাইদহ থেকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর সাগরিকা বাজারে নিয়ে এসেছেন পালনকারী বকুল মিয়া। রবিবার সাগরিকা গরুর বাজারের প্রবেশপথে রাখা হয়েছে সেটিকে। শুধু বাদশা নয়, এর মতো আরও চারটি গরু আছে বকুল মিয়ার।

চট্টগ্রামের ব্যবসায়ীরা বড় গরু কোরবানি দেন জানতে পেরে প্রথমবারের মতো এখানে গরু নিয়ে এসেছেন তিনি। ট্রাকে করে ঝিনাইদহের হরিণাকুন্ডু গ্রাম থেকে গরুগুলো নিয়ে এসেছেন এই ব্যবসায়ী।

২০ বছর ধরে গরুর ব্যবসায় জড়িত বকুল মিয়া বলেন, ‘আমি সারা বছর গরু লালন-পালন করে থাকি। দেশের বড় বাজারগুলোতে গরু নিয়ে যাই। ক্রেতারা গরুগুলো দেখতে এলেও এখনও দরাদরি করছেন না।

আশা করি, ভালো দামে গরুৃগুলো বিক্রি করতে পারব।’বকুল মিয়া বলেন, এই ৫টি গরুর পেছনে প্রতিদিন দেড় থেকে ২ হাজার টাকা খাবারের জন্য ব্যয় হয়। ৫ বছর আগে ৪৫ হাজার টাকায় কেনা।

বাদশাকে লালন-পালনে তার খরচ হয়েছে সাত থেকে আট লাখ টাকা। কত টাকায় বিক্রি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘১৫ লাখ টাকা হলে গরুটি ক্রেতার হাতে তুলে দেব।’

তিনি আরও জানান, বড় গরুটির চেয়ে একটু ছোট গরুটির মূল্য ১৮ লাখ টাকা চাচ্ছেন।

১২ লাখ টাকা হলে সেটি বিক্রি করবেন। অন্য তিনটি গরু ১৫ লাখ করে দাম হাঁকালেও ৮ থেকে ৯ লাখ টাকা করে বিক্রি করবেন।

সাগরিকা গরুর বাজারের প্রবেশপথের পাশে অস্থায়ী গরুর বাজার ইউনুস মার্কেটের মালিককে জায়গা ভাড়া বাবদ প্রদান করতে হবে ৫০ হাজার টাকারও বেশি। গরুগুলো আনতে ব্যয় হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930