শিরোনামঃ-

» কোরাবানির আগাম প্রস্তুতি মোস্তাফিজের!

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে নিজের বাড়িতে ঘটে যাওয়া সেই বেদনাদায়ক স্মৃতি এখনো ভর করে আছে মুস্তাফিজের মনে। তবু নাড়ির টানে আর বাড়ির টানে ফের বাড়ি ফিরলেন তিনি।
সামনেই ঈদুল আজহা। মুস্তাফিজ বাড়িতেই ঈদ করবেন এবার বাবা-মা আর স্বজনদের সঙ্গে। পুরোনো সেই বেদনাটা চেপে রেখে নতুন আনন্দে হারিয়ে যেতে চান তিনি।

মুস্তাফিজের পরিবার ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিয়েছেন। গরু কেনা হয়েছে ২ লাখ টাকায়। মুস্তাফিজের ভাই মোকলেছুর রহমান পল্টু বলেন, ‘২ লাখ টাকা দিয়ে গরু কিনেছি। এবারের ঈদে সেটিই কোরবানি দেবেন মুস্তাফিজ। এখন অপেক্ষা সেই শুভ দিনটির।’

গত ৬ সেপ্টেম্বর বাড়িতে পালিত হয়েছে মুস্তাফিজের জন্মদিন। তখন অবশ্য তিনি বাড়ি ছিলেন না। সেদিন থেকেই পথ চেয়ে সবাই। অনুশীলন আর পুনর্বাসনে ব্যস্ত বাঁ-হাতি পেসার কবে আসবেন বাড়িতে, সেই অপেক্ষা ছিল স্থানীয় বাসিন্দাদের। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুস্তাফিজ হাসিমুখ নিয়ে বাড়িতে ঢোকেন। সঙ্গে নানা রঙের ঈদ উপহার। এর আগে সন্ধ্যায় ঢাকা থেকে বিমানে তিনি আসেন যশোর। সেখান থেকে গাড়িতেই বাড়ি ফেরা।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করবেন মোস্তাফিজ।

মোস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান পল্টু  জানান, ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়িতে এসে পৌঁছান মুস্তাফিজ।  কুরবানি উপলক্ষ্যে ২ লাখ টাকা দিয়ে গরু কেনা হয়েছে।

মোখলেসুর রহমান আরো জানান, মোস্তাফিজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজ আদায় করেছেন বাড়ির পাশের মসজিদে। কুশল বিনিময় করেছেন আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে। ঈদের আগাম দাওয়াতও দিয়েছেন তাদের।

এদিকে জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক পেসার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে।

এছাড়া জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার শুক্রবার বিকালে সাতক্ষীরায় এসে পৌঁছেছেন এবং ঈদের ছুটিতে সাতক্ষীরায় থাকবেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031