শিরোনামঃ-

» মেসির রাজকীয় প্রত্যাবর্তন!

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: অবসর ভেঙে দলে ফিরে আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন ফুটবল জাদুকর লিওলেন মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে তার গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
এই তো মেসির কেরামতি!!!

সেই পুরনো রূপেই ফিরলেন লিওনেল মেসি। দলের সেরা তারকার জ্বলে ওঠা পারফরম্যান্সে আর্জেন্টিনা পেরুলো বড় বাধা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার সবার উপরে থাকা উরুগুয়েকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে এলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান রানারআপরা।

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচটি মেসির একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে শিষ্যদের দারুণ পারফরম্যান্সে নতুন কোচ এদগার্দো বাউসার শুরুটাও তাই হলো দুর্দান্ত।

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানান বাউসা। পরে তার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সোলোনা এই তারকা ফরোয়ার্ড। ফিরলেন রাজকীয় ভঙ্গিতেই।

৪২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মেসি। ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন বার্সোলোনা তারকা। বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

পয়েন্ট টেবিলে সাত ম্যাচ শেষে চার জয়, দুই ড্র ও এক পরাজয়ে ১৪ পয়েন্ট অর্জন করলো মেসির আর্জেন্টিনা। উরুগুয়ের সংগ্রহ ১৩ পয়েন্ট। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী ৭ সেপ্টেম্বর পরের ম্যাচটি ভেনেজুয়েলার মাঠে খেলবে মেসিরা।

ম্যাচে মেসিকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। লা লিগায় গত রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচ শেষে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। তবে, সব শঙ্কা কাটিয়ে এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন মেসি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031