শিরোনামঃ-

» গুলশানে নিহত নাগরিকদের স্মরণ করছে ইতালি

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলা ও জিম্মি সংকটে নিহত নাগরিকদের জন্য শোক পালন করছে ইতালি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি নিশ্চিত করেছে। হামলায় ইতালির ৯ নাগরিক নিহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে রাজধানী রোমসহ ইতালির সব প্রধান শহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের স্মরণে রোমের ক্যাম্পিডোগলিও প্রাসাদকে ইতালির পতাকার রঙে রাঙানো হয়।

এর আগে গতকাল শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি সাংবাদিকদের বলেন, হামলায় নিহত নাগরিকদের পরিচয় জানা গেছে।

তবে তিনি একজন ইতালীয় নাগরিক নিখোঁজ থাকার কথা জানিয়েছেন, যাকে রেস্তোরাঁ থেকে উদ্ধারকৃতদের লাশের মধ্যে পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তি আহত অবস্থায় কোনও হাসপাতালে ভর্তি হয়ে থাকতে পারেন বলে জানান তিনি।

এদিকে জাপান সরকারের পক্ষ থেকে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় সাতজন নাগরিকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। সরকারের তরফ থেকে দেশটির মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিডে সুগা এ হামলাকে ঘৃণ্যতম বলেছেন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031