শিরোনামঃ-

» দেশে অবৈধ বিদেশী নাগরিকের সংখ্যা ৯১০ জন

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ইনফরমেশন ডেস্কঃ বর্তমানে ৯১০ জন বিদেশী অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মামুনুর রশীদ কিরনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন।

৯১০ জন বিদেশী নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশীদের তালিকা সংরক্ষিত আছে।

অবৈধ বিদেশীদের সনাক্ত করতে বিশেষ শাখাসহ আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকুরিরত বিদেশীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

ভারতীয় নাগরিকরা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/কারখানা ও উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুত সেক্টরে কর্মরত রয়েছেন।

এছাড়াও কিছু ভারতীয় নাগরিক চিকিৎসা সেবায় নিয়োজিত ও বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031