শিরোনামঃ-

» মুখ্যমন্ত্রী পদে মমতার শপথ

প্রকাশিত: ২৭. মে. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে টানা দ্বিতীয় দফায় শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কলকাতার উন্মুক্ত রাজপথ রেড রোডে এ শপথ নিয়েছেন তিনি।
শুক্রবার দুপুর ১টায় রেড রোডে রাজনীতি-শোবিজ-ব্যবসা-শিক্ষাসহ বিভিন্ন অঙ্গনের বিপুল তারকার উপস্থিতে রাজ্য সরকার পরিচালনায় শপথ বাক্য পাঠ করেন মমতা। ‍তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। মমতার সঙ্গে শপথ নেন তার নতুন সরকারের মন্ত্রিসভার ৪১ সদস্যও।
মমতার দল তৃণমূল কংগ্রেস বলছে, পশ্চিমবঙ্গে তো নয়ই, সাম্প্রতিক অতীতে দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও শুক্রবারের মতো সমাবেশ হয়নি।
02
শপথ অনুষ্ঠানে বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আর দেশি অতিথিদের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
এছাড়াও ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031