শিরোনামঃ-

» শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি হবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ১৭. মে. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নারায়ণগঞ্জের এক স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বস করানোর ঘটনা একটি গর্হিত অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
মঙ্গলবার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিচারকদের আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনশেষে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, নিজের হাতে আইন তুলে নেয়াটা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।
তিনি বলেন, এই শিক্ষক একজন ছাত্রকে মারধর করেছিল কি-না তার সত্যতা জানা নেই।
পত্রিকা পড়ে এ বিষয়ে জেনেছি। যদি ঐ শিক্ষক ছাত্রকে মারধর করে থাকেন তাহলে তাকেও বিচারের আওতায় আনা যায়।
তাই বলে মোবাইল কোর্ট ছাড়া তাৎক্ষণিকভাবে শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর ঘটনা বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রেণিকক্ষে ‘ধর্মীয় কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনা ঘটে।
তবে প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031