শিরোনামঃ-

» সারাবিশ্ব মানবতা বিরোধী অপরাধের বিচার পর্যবেক্ষণ করছে : সিনহা

প্রকাশিত: ০৫. মে. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে যে নৃশংসতা হয়েছে সেটিকে কসোভো ও যুগোশ্লোভিয়ার যুদ্ধের সঙ্গে তুলনা করলে হবে না। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নৃশংসতার সঙ্গে তুলনা করতে হবে।

মঙ্গলবার ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশনের শুনানির এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মুক্তিযুদ্ধে পাক সেনারা ২ মাসও এদেশে অবস্থান করতে পারত না, যদি না তাদেরকে আলবদর ও তাদের সহযোগীরা সহযোগিতা না করতো।

প্রধান বিচারপতি আরো বলেন, আমরা বিচারের নামে তামাশা চাই না। কারণ এই মানবতা বিরোধী অপরাধের বিচার সারাবিশ্ব পর্যবেক্ষণ করছে। এজন্য সকল আইনি সুযোগ সুবিধা দিয়ে এবং যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়টি লক্ষ্য রেখেই এই বিচার করা হচ্ছে।

এ সময় নিজামীর পক্ষে শুনানি করতে গিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, মূল হোতাদের ছেড়ে দিয়ে ৪০ বছর পর চুনোপুঁটিদের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কারণেই এই বিচার করা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930