শিরোনামঃ-

» সিম নিবন্ধনে সমস্যা, এনআইডি সার্ভার ‘ডাউন’ হয়নি

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সার্ভার ডাউন’ হওয়ায় রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য সিম নিবন্ধনে সমস্যা প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ  বলেছেন, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সার্ভার ডাউন হয়নি। প্রতিমন্ত্রী বলেছেন সমস্যা মোবাইল অপারেটরদের কি না তা খতিয়ে দেখতে হবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়ে গেছে।
সার্ভার কিন্তু এনআইডির একটা এবং প্রত্যেকটি অপারেটরের নিজস্ব একটা আছে, যার মাধ্যমে অপারেটররা পাঠায় এবং এনআইডি থেকে ভেরিফিকেশন হয়। এনআইডি সার্ভার ডাউন না।
এটা আমাকে ওনারা (এনআইডি) কনফার্ম করেছে। আমি বারবার অপারেটরদের ফোন করছি, কিন্তু তারা ধরছেন না। আমি এখনই যাচ্ছি সরেজমিনে গিয়ে দেখব।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যে নিয়মতান্ত্রিকতার মধ্যে সিম আনতে যাচ্ছি, তাতে কিছু সিম ঝরে পড়বেই। সিমগুলো ঝরে পড়বে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা অবৈধ ভিআইপি কাজের জন্য ব্যবহার করে বা জঙ্গি অর্থায়নে ব্যবহার করে এই সিমগুলো ঝরে পড়বে। সেই হিসেবে আমরা মোটামুটি টার্গেট ফিক্সড করেছি, আমাদের ৯-১০ কোটি যেতে পারি তাহলে আমাদের অর্জন হবে।
সময় আর বাড়ানো হবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে অপারেটরদের আরও অনেক সচেতন হওয়া প্রয়োজন ছিল। এটা গণতান্ত্রিক সরকার, আমরা জনপ্রতিনিধি, মানুষের ভোগান্তি দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা সবকিছু যাচাই করছি।
আগামীকাল ৩০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত দেব। কারণ জনমতের প্রতি এই সরকার সব সময় শ্রদ্ধাশীল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30