শিরোনামঃ-

» বাংলাদেশ বিমান ৩১ লক্ষ ১২ হাজার ১৮৭ জন যাত্রী পরিবহন করেছে

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশ বিমান ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত ৩১ লাখ ১২ হাজার ১৮৭ জন যাত্রী পরিবহন করেছে।’
তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘পরিবহনকৃত যাত্রীর মধ্যে অভ্যন্তরীণ রুটে ৮ লাখ ৬৪ হাজার ৪৭৯ জন এবং আন্তর্জাতিক রুটে ২২ লাখ ৪৭ হাজার ৭০৮ জন যাত্রী রয়েছে।’
অভ্যন্তরীণ রুটে ঢাকা-বরিশাল-ঢাকা ৯ হাজার ৬৫৯ জন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ৪ লাখ ২৩ হাজার ৬১৪ জন, ঢাকা-কক্সবাজার-ঢাকা ৪২ হাজার ২১৩ জন, ঢাকা-যশোর-ঢাকা ৩৩ হাজার ২৪ জন, ঢাকা-রাজশাহী-ঢাকা ১৫ হাজার ৪৭৮ জন, ঢাকা-সৈয়দপুর-ঢাকা ২৫ হাজার ৩৫৩ জন ও ঢাকা-সিলেট-ঢাকা ৩ লাখ ১৫ হাজার ১৩৮ জন যাত্রী রয়েছে বলে তিনি একই প্রশ্নের জবাবে জানান।
এছাড়া, আন্তর্জাতিক রুটে ঢাকা-লন্ডন-ঢাকা ১ লাখ ৫৩ হাজার ৯৭৬ জন, ঢাকা-জেদ্দা-ঢাকা ৩ লাখ ৬২ হাজার ৭৫৫ জন, ঢাকা-আবুধাবী-ঢাকা ২ লাখ ৩ হাজার ২৪৯ জন, ঢাকা-ব্যাংকক-ঢাকা ৭৪ হাজার ৩৭ জন, ঢাকা-কলকাতা-ঢাকা ১ লাখ ৪০ হাজার ৪৩২ জন, ঢাকা-দোহা-ঢাকা ৬৮ হাজার ১৬১ জন, ঢাকা-দুবাই-ঢাকা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন, ঢাকা-মাসকাট-ঢাকা ১ লাখ ৬৯ হাজার ৪৩৯ জন, ঢাকা-ফ্রাংফুট-ঢাকা ৯ হাজার ৪৭৫ জন।
ঢাকা-দাম্মাম-ঢাকা ১ লাখ ২২ হাজার ৮৫৮ জন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ৮৪ হাজার ৭১৫ জন, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন, ঢাকা-কুয়েত-ঢাকা ৫৬ হাজার ৮৪৩ জন, ঢাকা-রেংগুন-ঢাকা ১৬ হাজার ৩৮১ জন, ঢাকা-রিয়াদ-ঢাকা ১ লাখ ৯৫ হাজার ১২৯ জন, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ১ লাখ ৫ হাজার ১৩৯ জন ও ঢাকা-গোহাটি-ঢাকা ৪৭৩ জন যাত্রী পরিবহন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930