শিরোনামঃ-

» আগামী ৪ মে পবিত্র শবে মিরাজ

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজঃ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ৯ এপ্রিল শনিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে ৪ মে (২৬ রজব) বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

৮ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী।

শবে মিরাজের পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগি করে থাকেন।

মহানবী (সা.) এ রাতে প্রথমে কাবা শরিফ থেকে ‘বোরাক’ নামের বাহনে চড়ে বর্তমান ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসে পৌঁছান। সেখানে অন্যান্য নবী-রাসুল (আ.)-এর সঙ্গে ২ রাকাত নফল নামাজ আদায় করেন।

এরপর ‘রফরফ’ নামক বাহনে চড়ে ঊর্ধ্বালোকে সফর শুরু করেন।

এ সময় তিনি নভোমণ্ডল, বেহেশত-দোজখ, ভাগ্যলিপি লেখক ফেরেশতাসহ সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন।

এ রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায়ের বিধান নিয়ে প্রিয় নবী (সা.) আবার পৃথিবীতে ফিরে আসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930