শিরোনামঃ-

» সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মাহনগর শাখার উদ্যাগে শুক্রবার (২৯ মার্চ) মহানগর সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান এর পরিচালনায় স্বাধীনতার মাসে শহীদদের স্বরণে আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী (এলএল.বি) তিঁনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও তার স্বাদ আমরা প্রকৃত অর্জন করকে পারিনি, যে দেশ নয় মাসে স্বধীনতা অজর্ন করে সে দেশে একটি ব্রিজ নির্মান করতে লাগে ৫২ বছর এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়,এতে তৃপ্তির ঢেকুরের অবকাশ নেই,আমাদেরবে স্বাধীনতার প্রকৃত স্বাদ অর্জন করতে হলে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে পীর সাহেব চোরমোনাইর হাতকে শক্তিশালী করার আহবান জানান।

বিশেষ অতিথি হিবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সভাপতি আলহাজ্ব নজীর আহমদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সসম্পাদক মাওলনা সুলাইমান আহমদ শাহী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, মহানগর সভাপতি মুহাম্মাদ মকবুল হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলদেশ সাবেক যগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আল-আমিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলনা বদরুল হক।

গণ ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মুহাম্মাদ কামাল হুসাইন, মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হুসাইন, সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসাইন সাহেব, জেলা সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ, দপ্তর সম্পাদক আল-আমিন হুসাইন, প্রচার সম্পাদক কে. এম. শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ আলা উদ্দীন, উপ-সম্পাদক মুহাম্মাদ আবুল কাসেম, সাহেদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৬ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031