শিরোনামঃ-

» উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজঃ জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, দেশ-জাতি চরম কান্তিকাল অতিক্রম করছে।

এ অবস্থায় উত্তোরণের সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের কোন বিকল্প নেই। জাতি প্রচলিত ধারার নেতৃত্বকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যার প্রশাসন স্থানীয় নির্বাচনে আলেমদের বিজয় অর্জন।

পাশা বলেন, বিশ্বনবী (স.) শোষণ, নির্যাতন মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অহুদ ও তায়েফে রক্ত দিয়েছেন। নবীন ও তরুণ আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।

তিনি বার বার ভূমিকম্প, প্রচন্ড শীলা বৃষ্টি, অকাল বন্যার কারণ বর্ণনা করে বলেন, এসব আমাদের পাপের ফসল।

নবীন আলেমদের আমলী ময়দানে পরিশ্রম করার আহবান জানিয়ে তিনি জামিয়া দারুল কুরআনের সকল ফাযিলদের উদ্দেশ্যে বলেন, সমাজ বিপ্লবের সংগ্রামে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জামিয়া দারুল কুরআন সিলেটের ৪র্থ খতমে বোখারী ও দাওরায়ে হাদীসে অধ্যয়নরত ছাত্রদের বিদায়ী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা শাহীনূর পাশা চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সমাপনী দারস প্রদান করেন উপ-মহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস, খলিফায়ে মাদানী ছদরে জমিয়ত আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী।

অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম, মাসিক মদীনা সম্পাদক জমিয়তের কেন্দ্রীয় অন্যতম সহ-সভাপতি আল্লামা মুহিউদ্দীন খানের দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করে মোনাজাত করেন আল্লামা ইমামবাড়ী হুজুর।

আত-তাওহীদ ছাত্র সংসদ আয়োজিত খতমে বোখারী ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়ার ছরপরস্থ মাওলানা শায়খ মহিবুর রহমান, জামিয়ার শিক্ষাসচিব মুফতী মুজাহিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আলীনূর, মাওলানা মাছুম আহমদ, মাওলানা মুতিউর রহমান, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ইমদাদ উল্লাহ, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মাহবুব সালমান, মাওলানা জাকারিয়া খান।

ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুহুল আমিন সিরাজী, আলতাফুর রহমান, মাছরুফ আহমদ, আমজাদ হোসাইন, প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেজওয়ান, জুবায়ের, জাকির, নাজমুল, হোসাইন, আলী আহমদ দিলওয়ার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৮ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031