শিরোনামঃ-

» পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিবের কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ তৃতীয় ম্যাচে এসে এবারের আইপিএলে প্রথম উইকেটের স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন ফাফ ডু প্লেসিকে। তবে ব্যাট হাতে ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও।
ব্যাটে-বলে সাকিবের পারফরম্যান্সের দিন জিতেছে তার দল। রবিবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টাসকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পুনের ১৬০ রান তাড়ায় কলকাতা ৩ বল বাকি থাকতে জিতেছে উমেশ যাদবের ছক্কায়। শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। থিসারা পেরেরার প্রথম বলে পিযূষ চাওলা নেন ২ রান।
পরের বলে স্টিভেন স্মিথের দারুণ ক্যাচে চাওলার বিদায়। পরের বলেই স্লোয়ার ফুল লেংথ বলে বোলারের মাথায় ওপর দিয়ে উড়িয়ে দলকে জেতান যাদব। এই জয়ে ৫ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এবারের মৌসুমে সাকিব নিজের সেরা বোলিং করেছেন এই ম্যাচেই। ফর্মে থাকা ডু প্লেসিকে বোল্ড করা ছাড়াও বোলিং করেছেন দারুণ। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর বোলিং পাননি আর।
অজিঙ্কা রাহানের ৫২ বলে ৬৭, স্টিভেন স্মিথের ২৮ বলে ৩১ ও মহেন্দ্র সিং ধোনির ১২ বলে অপরাজিত ২৩ রানে পুনে তোলে ১৬০।
রান তাড়ায় প্রথম বলেই রবিন উথাপ্পাকে হারায় কলকাতা, ১১ রানে রান আউট ফর্মে থাকা গৌতম গম্ভীর। চারে নেমে রজত ভাটিয়ার স্লো মিডিয়াম পেসে প্লেড অন হন সাকিব; ৯ বলে করেছেন ৩।
আগের ম্যাচে করেছিলেন ১৫ বলে ১১। কলকাতাকে এগিয়ে নেয় সূর্যকুমার যাদবের ৪৯ বলে ৬০। পাঁচে নেমে ইউসুফ পাঠান ২৭ বলে ৩৬। ২ ছক্কায় ১৭ করে বিদায় নেন আন্দ্রে রাসেল।
শেষ দিকে নিয়মিত উইকেট হারালেও রানের গতিটা ধরে রেখেছিল কলকাতা। শেষ ওভারে যাদবের ওই ছক্কায় জয়।
আগের সব মৌসুমে চেন্নাই সুপার কিংসে খেলা ধোনি পুনেতে এসে আইপিএল ক্যারিয়ারে প্রথমবার পেলেন টানা ৪ ম্যাচ হারের তিক্ত স্বাদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930