শিরোনামঃ-

» জৈন্তা উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

জৈন্তার ঐতিহ্য বজায় রেখে আধুনিক পর্যটন ও শিল্পবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো : আরিফুল হক চৌধুরী

জৈন্তাপুর প্রতিনিধিঃ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন,  জৈন্তার ইতিহাস একটি প্রাচীন ও সমৃদ্ধ রাজ্যের ইতিহাস।

ইতিহাস ঐতিহ্য বজায় রেখে এই উপজেলাকে একটি আধুনিক পর্যটন ও শিল্পবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।  সেই জন্য দেশ মাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খেদমত করার জন্য এই এলাকায় আমাকে পাঠিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রচারনাকালে তিনি একথাগুলো বলেন।

Manual3 Ad Code

আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

Manual1 Ad Code

পরে তিনি ফুটবল খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণকারী লক্ষিপ্রসাদ কান্দিগ্রামের নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমনের পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে যান।

Manual7 Ad Code

এর আগে তিনি চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বারের ভাইয়ের চেহলামে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে তার সাথে ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদিদ্দকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, জৈন্তা উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ বান্ডারি,  চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বার, চারকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,  জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্য নুরুল হক, নাজিম আহমদ।

এদিকে আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাংলাবাজারে, ডৌবাড়ি ইউনিয়নের হাকুর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন এবং পূর্ব আলীরগাঁও এলাকার ঐতিহ্যবাহী জামেয়া আহলিয়া দারুস্ সালাম, দারুল হাদীস লাফনাউট’র এনামী জলসায় বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031