শিরোনামঃ-

» জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সকল রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয় যখন একমত হয়েছে তাহলে নির্বাচনের দিন কেন গণ ভোট। নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে না হয় আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণ ভোট হলে নির্বাচনকালীন সময় কোথাও সহিংসতা দেখা গেলে সকল সেন্টারে নির্বাচন স্থপতি করবেন নির্বাচন কমিশন, তাহলে গণভোটের তখন কি হবে।

Manual2 Ad Code

জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়ার পরে জাতীয় নির্বাচন দিতে হবে। যারা বলেন সংবিধানে গণভেট নেই তাদের কাছে জানতে চাই সংবিধানের কোন জায়গায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।

পূর্বের সংবিধান অনুযায়ী নির্বাচন দিলে ২০২৯ সালে নির্বাচন দিতে হবে, কারণ বর্তমান সরকার নিজেই তো কোন সাংবিধানিক সরকার নয়, বারবার সংবিধানের দোহাই দিয়ে দেশের মধ্যে সংঘাত তৈরি করা মোটেই কাম্য নয়, জুলাই আইনি ভিত্তি না হলে সংবিধানের কোন আইনে তাফসিল ঘোষণা করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন।

Manual8 Ad Code

ডা. রিয়াজ বলেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রুপ আবারো দেখা দিয়েছে। অগ্নি-সন্ত্রাস, চোরাগুপ্তা হামলা, ককটেল হামলা করা সহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে।

সেজন্য জনপ্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে। পুলিশ সহ আইন-শৃংখলা রক্ষা বাহিনীকে পূর্ণ সজাগ ও সতর্ক থাকতে হবে।

এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ ঘাপটি মেরে থাকতে পারে। সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।

সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।

Manual7 Ad Code

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুময়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের  উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে গণভোটের আয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড গঠন করা, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত  কথাগুলো বলেন।

নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে চৌহাট্টা  পয়েন্ট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual7 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মো. জাকির হোসেন, ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী, মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031