শিরোনামঃ-

» ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual5 Ad Code
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দূর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। আজ জনগণ আবারো সেই মুক্তির পথে হাঁটতে প্রস্তুত।
এই কর্মসূচি সমূহ বাস্তবায়ন করতে হলে এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
আমাদেরকে মনে রাখতে হবে ধানের শীষ কোন ব্যাক্তি বিশেষের প্রতীক নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি আাগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক, এটি বিএনপির প্রতীক, এটি উন্নয়নের প্রতীক, এটি অগ্রগতির প্রতীক, এটি সমৃদ্ধির প্রতীক।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের মায়ার বাজারে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণই আমাদের শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং আগামীদিনের নেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সব মিলিয়ে বিএনপি একটি গণমানুষের দল।
তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল মনাফ, যুগ্ম সম্পাদক ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহ সাধারণ সম্পাদক নুরুল আমীন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, সহ সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি হাবিবুর রহমান বত, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিনারুল হক, আনসার আলী, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন, উপজেলা যুবদলের সদস্য রফিক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মুহিব, উত্তর রনিখাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুদ্দিন, যুগ্ম আহবায়ক দোলাল, সুলতান, উত্তর রনিখাই ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন যুবদলের নেতা মোবারক হোসেন, মুহিবুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কমরু মিয়া, সাধারণ সম্পাদক কসির মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক আলামীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল, সহ সভাপতি এমরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031