শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২২. জুন. ২০২৫ | রবিবার

শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট হচ্ছে একটি টার্নিং পয়েন্ট : অধ্যক্ষ মো. ফয়জুল হক

নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট হচ্ছে একটি টার্নিং পয়েন্ট।

তিনি বলেন, জীবনে ভালো কিছু করতে হলে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল মানে কেবল শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করা নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান অর্জন করা।

তিনি পরীক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনে করণীয় বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষার পূর্বে ও পরীক্ষার হলে করণীয় বিষয়সমূহ সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি করোনাসহ নানামাত্রিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার দৃঢ় সংকল্প রাখার আহ্বান জানান।

রবিবার (২২ জুন) সকালে কলেজের অডিটরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ফুয়াদ হাসান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন তুলি ব্যাপারী।

স্বাগত বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জীববিজ্ঞান বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন ও বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ফেরদৌসী মাহবুবা ও শাহরিয়ার হাসান নাবিল।

ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সল আহমেদের পরিচালনায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031