শিরোনামঃ-

» সিলেটে বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা প্রদান এবং যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশ

প্রকাশিত: ১৬. জুন. ২০২৫ | সোমবার

যুবকদের মনুষ্যত্ববোধকে লালন করে মানবতার সেবা করে যেতে হবে : মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেছেন, যুবকরা দেশ ও জাতির মূল চালিকাশক্তি।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমরা এর প্রমাণ পেয়েছি। এই যুবকরা যেন কোনভাবেই বিপথগামী না হয়।

যুবকদের মনুষ্যত্ববোধকে লালন করে মানবতার সেবা করে যেতে হবে। যুবকরা নিজেরা স্বাবলম্বী হলে এবং নিজেদের সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশ দ্রæত এগিয়ে যাবে।  তিনি বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী হিসেবে যেকোন দুর্যোগে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রক্তদান কর্মসূচী পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি রোগীদের রক্ত সরবরাহ করছে। এই রক্তদানে তরুণ ও নারীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, থ্যালাসেমিয়া রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করলে থ্যালাসেমিয়ার অভিশাপ থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো।

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, সিলেটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং যুব ও স্বেচ্ছাসেবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমাবর (১৬ জুন) নগরীর সুবিদাবাজারস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ড. তাসনিম আজিম, সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য ও মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ এবং রেড ক্রিসেন্ট  সোসাইটি সিলেট ইউনিটের সদস্য মাহবুবুল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটি ইউনিটের নবগঠিত এডহক কমিটির পক্ষে বক্তব্য রাখেন, মাহবুব কাদির শাহী, ফয়সাল আহমদ ও আবু সাঈদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটি সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান, যুব রেড ক্রিসেন্টের যুব সদস্য বদরুল আজাদ ও রক্তদাতা মুহিবুল রহমান শুয়েব।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রজেক্টের কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো. নাজমুল হোসেইন-এফ.সি.এম.এ, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার সহ ইউনিট, হাসপাতাল, রক্ত কেন্দ্র ও নার্সিং কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সিলেট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031