শিরোনামঃ-

» জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরের জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঠানটুলা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আনন্দ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, যুগ্ম আহবায়ক মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক রেদোয়ান রনি, সদস্য কুতুবউদ্দিন জুয়েল, সদস্য রাসেল আহমদ বেনু, সদস্য নাইমুল ইসলাম আশিক, সদস্য আব্দুল কাদির, সদস্য শামসুদ্দিন আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সেচ্ছাসেবক দলের জালালাবাদ থানা শাখার সুন্দর একটা কমিটি হয়েছে,এই কমিটির মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করবে। যাদেরকে দিয়ে আগামীতে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচী সফলভাবে পালন করবে।

যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সফল করতেও প্রস্তুতের ঘোষণা দেন নেতৃবৃন্দ এবং দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর সেচ্চাসেবক দলের আওতাধীন জালালাবাদ থানা ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930