শিরোনামঃ-

» নির্বাচন বিলম্বের সুযোগে পতিত স্বৈরাচার অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে : এমরান চৌধুরী

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
নির্বাচন বিলম্বের সুযোগে পতিত স্বৈরাচার দেশে নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এমন মন্তব্য করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, গত ১৭ বছর মানুষ ভোটের অধিকার পায়নি, সেটা বর্তমান অন্তর্বর্তী সরকার ফিরিয়ে দেবে এটাই ছিল জগণের প্রত্যাশা। কিন্তু, আজকে নানা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা হচ্ছে। আমরা সরকারকে বলব, আপনারা অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়িত হবে না। জনগণ সব ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যে আন্দোলন করছিল সেটা চূড়ান্ত রূপ হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট। এই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে বিদায় নিয়েছে।

তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজিত নালিউরি কমিউনিটি সেন্টার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাষ্টারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন মেম্বারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা  ছালিক আহমেদ, বদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  এস এ রিপন, গোলাপগঞ্জ থানা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক কামরুজ্জামান দারা, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবুল বশর রানু, সাবেক সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, নুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমদ খান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, মহামগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাদিক আহমদ মাষ্টার, সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ সভাপতি টিপু সুলতান, যুব বিষয়ক সম্পাদক এম এ আশিক, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাবিল আহমদ, সাধারণ সম্পাদক হুসাম আহমদ, শাহিন আহমদ, আলতাব, আব্দুল বাছিত বাছন, মোহাম্মদ জিলু, মান্না বিএনপি নেতা হেলাল উদ্দিন, মহানগর কৃষকদল নেতা সেলিম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930