শিরোনামঃ-

» বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে দলের প্রতিটি অঙ্গসংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে : অধ্যাপক ডা. শামীমুর রহমান

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এম-ট্যাব) সিলেটের উদ্যোগে এক ইফতার মাহফিল বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

এম-ট্যাব সিলেটের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মো. আলমগীর আলম ও মো. সোলায়মান খান মিল্টনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, এম-ট্যাব সিলেটের প্রধান উপদেষ্টা, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড নিউট্রিশন অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ডীন ও চেয়ারম্যান এবং এম-ট্যাব সিলেটের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোখলেছুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন, ড্যাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা. নাফি মাহাদী,  ডা. আরিফুন নবী, বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ পাল।

এছাড়াও সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মূর‌্যান বক্তব্য তুলে ধরেন, এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে মুসা লিটন, এম-ট্যাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু, সিলেট মহানগর ছাত্র দলের সভাপতি রুবেল আহমেদ, এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুল আলম সজল,এম-ট্যাব সিলেটের সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ, মো. আয়নাল হক, সহ-সভাপতি, এম-ট্যাব সিলেট, মো. আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব সিলেট, রানা আহমদ, অর্থ সম্পাদক, এম-ট্যাব সিলেট, মোহাম্মদ তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক, এম-ট্যাব সিলেট এনামুল হক, প্রচার সম্পাদক, এম-ট্যাব সিলেট, মাজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, এম-ট্যাব সিলেট, মো. শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব সিলেট। হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, মোস্তফা কামাল, রফিক, ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, মোখলেছুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে দলের প্রতিটি অঙ্গসংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন যে, বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে এই আশায় দীর্ঘ দিন অপেক্ষা করে আছে।  তাই দ্রƒত নির্বাচন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ অংশে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং সকলকে তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930