শিরোনামঃ-

» ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা ইফতার মাহফিল

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৫ | বুধবার

ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বির্নিমাণে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার পৌরসভা সংলগ্ন মুক্ত মঞ্চে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারী মো. আইউব আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউর রহমান নকীব সহ বিএনপি জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, আমাদের সবাইকে এক কাতারে এসে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল।

সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এ সময় ইসলামিক দলগুলো মাঠে ছিল। গত  ৫ আগস্টে  তার পতন হওয়ার পর দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। এখন আর ভেদাভেদের সময় নেই। আমরা এখন প্রতিটি ইসলামী দল একসাথে কাজ করব।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে চলে গেলেও  তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে।

বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সমস্ত ইসলামী দলগুলো যদি একত্র হয়, তাহলে আগামীর সরকার হবে ইসলামী শাসনের সরকার।

সমাজ থেকে সমস্ত অন্যায়-অবিচার দূর করে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে হলে একমাত্র ইসলামী শাসনব্যবস্থাই কার্যকর দরকার।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে যেসব কমিটি প্রনয়ণ করেছে তাদেরকে সংস্কারের যথেষ্ট সময় দিতে হবে। প্রয়োজনীয় পরিপূর্ণ সংস্কার শেষেই নির্বাচন দিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930