শিরোনামঃ-

» সিলেটে সওজের অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৫ | বুধবার

নিউজ ডেস্কঃ
সিলেটে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তাপুষ্ঠ ‘টিএ-৯৪০৮: আপডেটিং রোড মাস্টার প্লান ইন বাংলাদেশ’ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত হাইওয়ে মাস্টার প্লান-২০৪০ এর খসরার উপর পর্যালোচনা এবং সড়ক উন্নয়ন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, সড়ক নিরাপত্তা বিষয়ে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সিলেট নগরীর তোপখানাস্থ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজম্লু হুদা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বশীল অংশীদারদের মধ্যে সমন্বয়, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোরদার করতে হবে।

সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, সিলেট সড়ক জোনের সহকারী প্রকৌশলী খন্দকার আমিনুল হক, মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, সুনামগঞ্জ ডিসি অফিসের সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা কমিটির আহবায়ক জহরুল ইসলাম মিশু, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, ট্রাক শ্রমিক নেতা আব্দুস সালাম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, হবিগঞ্জ সড়কের উপ-বিভাগীয় প্রকৌশলী শহীদুল ইসলাম, মৌলভীবাজার ডিসি অফিসের সহকারী কমিশনার শারমিন সুলতানা, সড়ক উন্নয়নের প্রকল্প ব্যবস্থাপক দেবাশীষ কর, মৌলভীবাজার সড়কের প্রকৌশলী আল আমীন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আহমদ খাঁন সাদেক, সিলেট ডিসি অফিসের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগের প্রকৌশলী ইকবাল আহমেদ, ফেরি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক, সিলেট সড়ক জোনের উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসাইন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সিলেট সড়ক জোনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কম্পিউটার অপারেটন খায়রুল বাশার, মোসলেহ উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930