শিরোনামঃ-

» পরিবহণ শ্রমিক-মালিকদের বিআরটিএ অফিস ঘেরাও রোববার (২৩ ফেব্রুয়ারি)

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার

নিউজ ডেস্কঃ
রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচী আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১২টায় পালনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সভায় পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং ২ ফেব্রুয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোন কার্যকর সাড়া না পেয়ে ৫ ফেব্রুয়ারি চন্ডিপুল এলাকায় এক বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিন মালিক-শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিল সহকারে বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, ঘেরাও কর্মসূচি সফল করতে সিলেটের সকল উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৯০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ভার্থখলাস্থ ৭০৭-এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ।

বক্তব্য রাখেন, কার্যকরি কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরি কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, সিলেট জেলা ৭০৭ এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, সদস্য রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31