শিরোনামঃ-

» ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৫ | সোমবার

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে।
এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। ৩১ দফার আলোকে বিনির্মাণ হবে আগামীর দিনের বাংলাদেশ।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আওতাধিন ৪২টি ওয়ার্ডে প্রচারপত্র বিলিনের অংশ হিসেবে ৩০ নম্বর ওয়ার্ডের চকেরবাজার, শিববাড়ি বাজার, জৈনপুর,  গালিমপুর, চান্দাই, নজরপুর, পশ্চিমপাড়া, টিয়ারগাও, মাঝপাড়া, গালিমপুর এলাকায় প্রচারপত্র বিলিন কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মো. নুরুল ইসলাম, গৌছ উদ্দিন, আনোয়ার হোসেন, টুনু মিয়া, জামিল আলী, সুমন আহমদ, ওমর আলী, জয়নুল ইসলাম শিপন, শাকিল আলী, গৌছ আলী মরিল, আবু বক্কর, শাহ নেওয়াজ, নুরুল হাসান, আব্দুর রহিম, পলাশ চন্দ্র দাস, এপলু, নজরুল, জুবেল, লেইছ, উজ্জ্বল, মিলন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728