শিরোনামঃ-

» শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ শুক্রবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহিবুর রহামান শামিমের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা আসাদুল আলম চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের শাহপরান থানার সাবেক সভাপতি ক্বারী আব্দুল বাছিত মিলন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল হাওলাদার। উপস্থিত ছিলেন শাহপরান, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিলেট-৪৫ এর সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহপারন ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট- ২৪ এর সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহপারন নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট-৫৮ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  কার্যকরী কমিটির সদস্য কাদির মিয়া, কামাল আহমদ প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

প্রধান অতিথি এডভোকেট জামিল আহমদ রাজু ট্রেড ইউনিয়ন থানা-১ এর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান। পরে নব-নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান শামীম কার্যকরি পরিষদের সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। সেই লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের এক হয়ে কাজ করতে হবে। মালিক-শ্রমিক এক সাথে ভাই ভাই হিসেবে সুন্দর আচরণের মাধ্যমে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরী করে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি ইসলামিক রাষ্ট্র ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে কোরআনের আলোকে রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031