শিরোনামঃ-

» শহীদ জিয়ার দেখানো ও শেখানো পথে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে : শাহজাহান সেলিম বুলবুল

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, দেশের সকল ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পথ দেখিয়েছেন।

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রবর্তন, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দেয়া সহ জাতীকে বাংলাদেশী জাতীয়তাবাদে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে লোটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মানুষের বাক স্বাধীনতা হরণ, জুলুম নির্যাতন করে দেশকে নরকে পরিণত করেছিল। দেশ বাঁচাতে ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, এই বিপ্লবকে বুকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের কল্যানে শহীদ জিয়ার দেখানো ও শেখানো পথে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট মহানগর জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহানগর আহবায়ক মাসুদ আহমদ কবির এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ ও তাজিদুর রহমান তাজ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর যুব দলের সহ সভাপতি মালেক আহমদ, সাবেক ছাত্রদল নেতা জাফর খাঁন, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, সাবেক ছাত্রদল অরগানাইজেশান ইইউ সভাপতি আবু জাফর রাসেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, মেহেদি হাসান রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ মো. জাহেদ, মাহিদ আহমদ, কাজী আসাদুজ্জামান অসিম, আশিকুর রহমান রুনা, ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, আকরাম খান রাজেল, আলেক আহমদ, মঞ্জু আহমদ, বাসিত বক্স, বাবুল সিংহ, মো. আলী হোসাইন, শামীম গাজী, অর্ক কর, আফজাল হোসেন নিজাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031