» বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংখ্যালগু জনগোষ্ঠীর ৮দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালগু সংগঠনসমূহের ঐক্য মোরচা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ৪টায় অনুষ্ঠিতব্য সমাবেশে সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত সহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৮ দফা দাবি উত্থাপন করেন। পরে এক বিক্ষোভ মিছিল সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

৮ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, (১) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, (২) জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, (৩) অর্পিতসম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যর্পণ, (৪) জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, (৫) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন প্রণয়ন, (৬) বৈষম্যবিলোপ আইন প্রণয়ন, (৭) পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকরীকরণ ও (৮) হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজোয় অষ্টমী থেকে দশমী ৩দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় ১ দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে’তে ১দিন সরকারি ছুটি ঘোষণা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি এডভোকেট

মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. হিমাদ্র শেখর রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, খৃষ্টান এসোসিয়েশন চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা, সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা সাধারণ সম্পাদক কৃপেষ পাল, পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা যুগ্ম সম্পাদক মানিক লাল দে, চয়ন পাল, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা যুগ্ম সম্পাদ বাবুল দেব, জিডি রুমু, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা যুগ্ম সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট অরবিন্দ দাসগুপ্ত, বিরেষ দেবনাথ, রকি দেব, প্রান্ত পাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31