শিরোনামঃ-

» ওসমানীনগরে প্রেসক্লাব নেতৃবৃন্দকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ সবার : সাইফুর তালুকদার

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৪ | শনিবার

ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়ক (সিলেট বিভাগ) এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ বুকের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দিয়েছেন।

এদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী, মুসলমান সহ সকল ধর্মের মানুষের সম্মিলিত বসবাস দীর্ঘদিনের। আমরা একসাথে রোজা ও পূজা পালন করি। সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ট বলতে কিছু নেই, সবাই সমান নাগরিক। ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশ সবার।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনিমএসব কথা বলেন।

তিনি আরো বলেন, এতো ত্যাগের বিনিময়ে অর্জিত দেশে পুলিশ প্রহরায় ধর্মীয় অনুষ্ঠান করতে হবে কেন? আমরা এমন বাংলাদেশ চাইনা। সবাই যাতে নিরবিচ্ছিন্ন ও নির্বিঘ্নে এবং ভয়ভীতি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমরা এমন বাংলাদেশ চাই।

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন আহমদ, ওসমানীর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসামানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রনিক পাল, কোষাধক্ষ্য ইব্রাহিম খান ইমন, কার্যকরী সদস্য সাহাব উদ্দিন শাহিন, জুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930